রায়পুরে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে রায়পুর স্টারস্
রায়হান খোকা:
সারাদেশে যখন মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকার লক্ষ্যে ১০ দিনের লকডাউন চলছে, রায়পুর স্টারসের পক্ষ থেকে এ সময় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রায়পুর স্টারস গ্রুপের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার গরিব, সুবিধাবঞ্চিত ও খেটেখাওয়া মানুষের মাঝে এ খাদ্য বিতরন করা হয়।
রায়পুর স্টারস গ্রুপের এডমিন ইমাম হোসেন তানজিম বলেন, দেশের এই ক্রান্তিকালে সারাদেশে কাজ কর্ম বন্ধ। এতে করে খেটে খাওয়া মানুষ গুলো কর্মহীন হয়ে পড়েছে। যারা দিন এনে দিন খায় তাদের কথা চিন্তা করে আমাদের এ কার্যক্রম। খাদ্যসামগ্রী বিতরণ কালে আমরা বলেও দিই যাতে ঘর থেকে না বের হয়। নিয়ম মেনে চলছে আশা করি আমরা এ মহামারী থেকে রক্ষা পাবো ইন শা আল্লাহ।
উল্লেখ্য যে রায়পুর স্টারস গ্রুপটি ২০১৪ সাল থেকে এ পর্যন্ত মোট ১৯১ টি মানবসেবামূলক কার্যক্রম সম্পন্ন করেছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন